বিশ্বের সবচেয়ে স্বল্প দূরত্বের আকাশপথ, মাত্র এক মিনিটের বিমানসফরে খরচ ২০০০ টাকা!

মাত্র এক মিনিটের আকাশপথ। অবাক লাগলেও এমনই একটি উড়ান পরিষেবা রয়েছে, যার পথের দূরত্ব মাত্র ২.৭ কিলোমিটার। সেই পথে ফ্লাইট অতিক্রম করতে সময় লাগে মাত্র এক মিনিট ১৪ সেকেন্ড।

এই বিমান পরিষেবা রয়েছে স্কটিশ দ্বীপপুঞ্জের পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রে পর্যন্ত। দাবি করা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানসফর। এই স্বল্প দূরত্ব অতিক্রম করতে খরচ হবে ১৭ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় মুদ্রায় ২,০০০ টাকা)।

তবে বিমান ছাড়াও নৌকায় ওয়েস্ট্রেতে যাওয়া যায়। নৌকায় যেতে সময় লাগবে ২০ মিনিট।

Travelion – Mobile

এই দুই জায়গার মধ্যে সংযোগ স্থাপনের জন্য সেতু তৈরির প্রস্তাব দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। ফলে পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রে যেতে এক মাত্র ভরসা বিমান এবং নৌকা।

তবে এক মিনিটের রাস্তার জন্য বিপুল বিমান ভাড়া দিয়ে যাওয়ার চেয়ে অনেকেই নৌকায় সফর করেন। তবে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ বিমানেই যাতায়াত করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!