মালয়েশিয়ায় বিদেশি কর্মী সংকট দ্রুত মেটানোর তাগিদ এনআরসি’র

মালয়েশিয়ায় দ্রুত বিদেশি কর্মী সংকট মেটানোর তাগিদ, দেশটির জাতীয় পুনরুদ্ধার কাউন্সিল এনআরসি’র।

কাউন্সিল বলছে, ৪৬৭,২২৩টি অনুমোদিত কোটার বিপরীতে ৭১৩,৮৯০ রিঙ্গিত প্রদান করা লেভির পরিমাণের তুলনায় মালয়েশিয়ায় বিদেশী কর্মীর আগমন খুবই কম হওয়ার কারণে বিদেশী কর্মীদের ঘাটতি শীঘ্রই সমাধান করা উচিত।

মালয়েশিয়ার সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

এনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা তান শ্রী সুলাইমান মাহবোব বলেন, কোটা অনুমোদন এবং লেভি পরিশোধের পরিসংখ্যান ১২ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত, ৪৬৭,২২৩টি অনুমোদিত কোটা রেকর্ড করা হয়েছে। একই সময়ের জন্য ১২টি দেশ থেকে মাত্র ৭৬,০০০ শ্রম এন্ট্রি রেকর্ড করা হয়েছিল।

“ইতিমধ্যে দেওয়া শুল্কের তুলনায় এই সংখ্যা খুবই কম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয় বিদেশী কর্মী নিয়োগের প্রক্রিয়া পর্যালোচনা করে দ্রুত সমাধান করতে হবে। কারন অনেক সেক্টওে বিদেশি শ্রমিকের উপর অত্যন্ত উচ্চ মাত্রার নির্ভরতা রয়েছে।

মালয়েশিয়ার সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

জাতীয় কাউন্সিল বলছে,অনেক শ্রমিক আবেদন করেছেন এবং অর্থপ্রদান করেছেন, কিন্তু কম লোক আসছেন। প্রশ্ন হল, তারা আসেনি কেন? এটা কি তাদের দেশের সমস্যা বা অন্য কোনো কারণ জড়িত? এই পয়েন্টে জোর দেওয়া দরকার, অন্যথায়, কৃষি খাত, বিশেষ করে পাম তেল, শ্রমিকের ঘাটতির কারণে সমস্যায় ভুগতে থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!