মালয়েশিয়ায় সৎ মেয়েকে ধর্ষণ, বাংলাদেশির ২২ বছরের জেল

মালয়েশিয়ায় ১৩ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবুল নামের এক বাংলাদেশির ২২ বছরের জেল ও ১৫টি বেত্রাঘাতের সাজা দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) নেগেরি সেম্বিলান রাজ্যের সেরেম্বানের দায়রা আদালতের বিচারক দাতিন সুরিতা বুদিন ৪৪ বছর বয়সী পোশাক ব্যবসায়ী ওই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রসিকিউশনের যুক্তিতর্ক শোনার পর এই সাজা দেন।

২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতারের তারিখ থেকে এই সাজা দেয়া হয়েছে।

Travelion – Mobile

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সেরেম্বানের লাবু বাটু ১০ এর কামপুং ওরাং আসলি টেকির মেন্টেরার একটি বাড়িতেতে এই ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত বাংলাদেশিকে দন্ডবিধির ৩৭৬বি ধারায় শাস্তিযোগ্য অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়।

১৩ বছর বয়সী সৎ মেয়েটির মা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর ভুক্তভোগী মেয়ে অভিযুক্ত বাংলাদেশীর ওপর নিরভর্শীল ছিলেন বলে জানা গেছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!