মালদ্বীপে মদিনা জামাতের উদ্যোগে পবিত্র আশুরা পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতাে মালদ্বীপে ধর্মীয় মর্যাদা ও নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতিতে পালন করা হয়েছে পবিত্র আশুরা।

এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের ইসলামী সংগঠন মদিনা জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে শুক্রবার (২৮ জুলাই)  বাদ এশা রাজধানী মালের সিক্সটি সিক্স রেস্টুরেন্টে মিলাদ মাহফিলে,দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।

মালদ্বীপ মদিনা জামাতের প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রবাসী সাংবাদিক মো. আল আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভিইউ কনস্টেশনের সিইও, দুলাল হোসেন।

Travelion – Mobile

প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দুলাল মাদবর।

বিশেষ অতিথি ছিলেন এন বি এল মানি টান্সপার স্থানীয় পরিচালক হান্নান খাঁন কবির, ব্যবসায়ী মো. নজরুল ইসলাম মজিব, সিনিয়র সহ সভাপতি হাজী মো. সাদেক, সহ সভাপতি  মো. মনির হোসেন,  সহ সভাপতি মো. ফাইজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুড এন্ড ফুড মালদ্বীপের সিইও  মো. নুরে আলম রিন্টু, মো. সিদ্দিকুর রহমান, সাংবাদিক, এমরান হোসেন তালুকদার,মোহাম্মদ মাহামুদুল, রবিউল আলম।

মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ ও করেন  হযরত মাওলানা মোঃ তাজুল ইসলাম,মাওলানা মহসিন কবির ,মাওলানা শাহ আলম

অন্যদের মধ্যেউপস্থিত ছিলেন নুরে আলম ভূইয়া, গাজী মো. জাহিদ, মো. মাসুম মুন্না, মোহাম্মদ আলী, মোঃ শাহজালাল সিকদার, মো. সজিবুল ইসলাম সজিব, মো. সাগর, মো. মিজানুর রহমান, মো. সাহাদাত হোসেন, মো. মামুন, মো. দেলোয়ার হোসেন,  মো. রাছেল, মো. দিদারুল আলম,  আলী, মো. করিম রানা, মো, ইসরাফিল, নাছির  সরকার সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!