ভিয়েনায় লকডাউনের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অস্ট্রিয়ার সরকার নতুন লকডাউন ঘোষণা করার একদিন পর শনিবার রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ করোনার বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

শুক্রবার দেশটির সরকার পূর্ণ লকডাউনের ঘোষণা দেন এবং আগামী ফেব্রুয়ারির থেকে সবার জন্যে ভ্যাকসিন বাধ্যতামূলক করেছেন। পশ্চিম ইউরোপের অস্ট্রিয়া প্রথম দেশ যারা সংক্রমণের নতুন তরঙ্গ মোকাবেলায় সম্পূর্ণ লকডাউন পুনরায় প্রয়োগ করছে ।

ভিয়েনার প্রাক্তন সাম্রাজ্যবাদী প্রাসাদ হফবার্গের সামনে হিরোস স্কোয়ারে বিক্ষোভকারীদের ভিড় ছড়িয়ে পড়ে। এছাড়াও আরও অনেক জায়গায় প্রতিবাদ সমাবেশ হয়েছে।

Travelion – Mobile

অনেক বিক্ষোভকারীর হাতে অস্ট্রিয়ার পতাকা ছিল। কারো কারো হাতের পোস্টারে বিভিন্ন স্লোগান লেখা ছিল।

আগের খবর : অস্ট্রিয়ায় আবারও ‘পুরোপুরি লকডাউন’ জারি

পুলিশ জানিয়েছে, দুপুরের মধ্যে ভিড় বেড়ে প্রায় ৩৫ হাজার মানুষের জটলা হয়। তারা হফবার্গের দিকে যাওয়ার আগে ভিয়েনার অভ্যন্তরীণ রিং রোড দিয়ে মিছিল করছিল।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, করোনাভাইরাসের নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় ১০ জনের মতো আটক হয়েছেন।

অস্ট্রিয়ার জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ করোনার টিকা নিয়েছেন। যা পশ্চিম ইউরোপের সর্বনিম্ন হারগুলোর মধ্যে একটি। অনেক অস্ট্রিয়ান ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দিহান। তারা অতি-ডানপন্থী ফ্রিডম পার্টি দ্বারা উৎসাহিত। যা দেশটির সংসদের তৃতীয় বৃহত্তম দল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!