করোনা আতঙ্কে পিছিয়ে গেল আইপিএল

ভারত জুড়ে করোনা ভাইরাস (COVID-19) আতঙ্কের আবহে পিছিয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আইপিএল ১৩ তম আসর বিদ্যমান সময়সূচি অনুযায়ী ২৯ শে মার্চ শুরু হবে না। টুর্নামেন্টটি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ।

পরিস্থিতি সামলাতে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

Travelion – Mobile

শুক্রবার বিসিসিআইয়ের জারি করা বিবৃতি বলা হয়, “বিসিসিআই তার সমস্ত স্টেকহোল্ডারদের বিষয়ে এবং জনস্বাস্থ্যের বিষয়েও উদ্বিগ্ন। পাশাপাশি সব ধরনের বিপদ এড়াতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। আইপিএলের সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তার দিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।”

বিবৃতিতে আরও বলা হয়, “যুব বিষয়ক ক্রীড়া ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভাগের সঙ্গে ভারত সরকার নিবিড়ভাবে কাজ করবে।”

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!