বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাজধানী ব্রাসেল্‌সে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

লজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোছা. শাহানারা খাতুন।

Travelion – Mobile

দূতালয় প্রধান মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে আরও , বক্তব্য দেন সহিদুল হক, মনির হোসেন পুলিন, জাহাঙ্গীর চৌধুরী রতন, রেজাউল ইসলাম খান, দাউদ খান সোহেল, রাসেল মোল্লা, খালেদ মিনহাজ।

দূতাবাসের কর্মকর্তারা জানান, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবি পূরণ হলো, যা বেলজিয়ামে সদ্য আগত বাংলাদেশিদের নিয়মিতকরণে সহায়তা করবে।

বাংলাদেশ কমিউনিটির নেতারা, ই-পাসপোর্ট সুবিধা প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে জানানো হয়, ই-পাসপোর্ট আবেদন ফরম পূরণের প্রক্রিয়াসহ এ সংক্রান্ত নিয়মাবলী খুব শিগগিরই দূতাবাসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি আকারে দেওয়া হবে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!