কুয়েত ছাড়ার আগে প্রবাসীদের জন্য নতুন আইন

কুয়েতে থেকে দেশে সফরে যাওয়ার আগে প্রত্যেক প্রবাসীকে ট্রাফিক জরিমানা থাকলে সেটি পরিশোধ করতে হবে ।

গতকাল শনিবার থেকে এই আইন কার্যকর হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

যেকোন প্রবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধ করতে পারবে। এছাড়া সাধারণ ট্রাফিক বিভাগের সঙ্গে সংযুক্ত বিভাগগুলিতে গিয়ে তাদের বকেয়া পরিশোধ করারও সুযোগ রয়েছে।

Travelion – Mobile

এই বিভাগগুলো রয়েছে কুয়েতের বিভিন্ন গভর্নরেট জুড়ে, সেইসাথে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও সমুদ্র বন্দরের মধ্যে অবস্থিত অফিসগুলিতেও এই জরিমানা পরিশোধ করা যাবে।

কুয়েতের অভ্যন্তরে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং দেশটির সড়ক দুর্ঘটনা কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

নিয়ম কার্যকর হওয়ার প্রথম দিনেই ৪০৫টি ট্রাফিক আইন লঙ্ঘন বাবদ প্রবাসীদের কাছ থেকে ৩১ হাজার দিনার সংগ্রহ করা হয়েছে কুয়েতের বিমানবন্দরে।

অন্যদিকে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ এমন ১০ প্রবাসীকে কুয়েত থেকে দেশে সফরে যেতে দেওয়া হয়নি।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!