নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরতে টরন্টোতে মানববন্ধন

জাতীয় শোক দিবস উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগের উদ‍্যোগে সম্প্রতি কানাডার টরন্টোর বাংলা টাউনে র‍্যালি ও মানববন্ধন হয়েছে।

এসব কর্মসূচি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরতের দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত না পাঠানো পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Travelion – Mobile

র‍্যালি ও মানববন্ধন কর্মসূচিতে কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মহিলা আওয়ামী লীগ ও কানাডা ছাত্রলীগের নেতা–কর্মীরা অংশ নেন।

র‍্যালি ড্যানফোর্থের বাংলা টাউন থেকে শুরু করে ড্যান্টনিয়া পার্কের শহীদ মিনার গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বৃষ্টি উপেক্ষা করে প্রচুর প্রবাসী এই সমাবেশে স্বত:স্ফূর্ত ভাবে অংশ নিয়েছেন। এটাই প্রমাণ করে খুনিকে কেউ কানাডায় দেখতে চান না।

এদিকে রোববার ২০ আগষ্ট বঙ্গবন্ধু পরিষদ কানাডার উদ্যোগে শোকের মাস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে লবঙ্গ রেষ্টুরেন্ট।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!