বাংলাদেশ আসছেন সৌরভ গাঙ্গুলি

বাংলাদেশে আসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই উপলক্ষে মার্চে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আয়োজনে ঢাকায় উপস্থিত থাকবেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে সৌরভ বলেন, ‘আমরা উনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) উনার বাবার ছবি দিয়েছি; সোনায় মোড়ানো। জন্মশতবার্ষিকী নিয়ে তোমাদের অনেক বড়ো উত্সব হচ্ছে, আমি জানি। দুটো ম্যাচও হবে—বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে। আমি যাব, আমি অবশ্যই যাব।’

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলি। তখন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক গাঙ্গুলির। বিসিসিআইয়ের সভাপতি হয়েই গোলাপি বলে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনাকে। গাঙ্গুলির আমন্ত্রণ রক্ষা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Travelion – Mobile

ভারতের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমার সঙ্গে অনেকদিন ধরেই উনার সম্পর্ক আছে এবং সেটি খুবই ভালো। ২০০০ সালে যখন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়, তখন প্রথম প্রধানমন্ত্রী হন, তখন থেকেই উনার সঙ্গে আমার ভালো সম্পর্ক।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!