‘প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার’ : মিশিগানে নাদেল

‘প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনৈতিক সূচক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রেমিট্যান্সে প্রণোদনা ২ থেকে ২.৫ শতাংশ বৃদ্ধি করেছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার নিরলসভাবে কাজ করছে।’

যুক্তরাষ্ট্রের মিশিগান নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি আরও বলেন, প্রবাসীদের সাথে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় আওয়ামী লীগ সরকার।

Travelion – Mobile

রোববার (২ সেপ্টেম্বর) হ্যামট্রামিক সিটির একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন হারুন আহমদ।

মিশিগান নাগরিক কমিটির আহ্বায়ক মোবারক আলী মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ বদরুদ্দোজা জুনেদ ও যুগ্ম সদস্য সচিব রুম্মান আহমদ চৌধুরী ইভানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির চৌধুরী শাফী এলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন।

নাদেল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অভাবনীয় সফলতা অর্জনের কারণে বিশ্ববাসীর নজরে এসেছে বাংলাদেশ।

আরও পড়তে পারেন : বাংলাদেশবিরোধী অপপ্রচারের জবাব দিতে প্রবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

তিনি বলেন, একটি উন্নত সমাজে, উন্নত দেশের যতগুলো সুযোগ-সুবিধা রয়েছে আমাদের শত সীমাবদ্ধতার মধ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই ব্যবস্থা করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা,গর্ভবতী ভাতা চালু করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ বৃদ্ধি করেছেন। নারী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন। বছরের শুরুতে ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই আজকে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল আহমদ বাচ্চু, খাজা শাহাব আহমদ, সালেহ আহমদ বাদল, মিশিগান স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের খাঁন জামাল, নিজাম উদ্দিন, আলমগীর আলী, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, আব্দুল বাছিত, বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি অব মিশিগানের সাবেক সভাপতি নুরুজ্জামান এখলাছ।

আরও পড়তে পারেন : বাংলাদেশে ৩ দিনের সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান

আরও ছিলেন, নাগরিক কমিটি মিশিগানের যুগ্ম আহ্বায়ক মো. আজিজ সুমন, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সিলেট মহানগর ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সুনামগঞ্জ সমিতি অব মিশিগানের সভাপতি গোলাম কিবিরিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক রাজেল তালুকদার মিশিগান স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের এম ডি আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, দেলওয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান ।

আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

মিশিগান স্টেট যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সালেক আহমদ, সহ-সভাপতি মো. মোমেন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, ক্রীড়া সম্পাদক রাজ রহমান, প্রচার সম্পাদক তাহমিদ খাঁন, আন্তর্জাতিক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সায়েম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ স্বাগত, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, মিশিগান স্টেট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ রাহিন, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সদস্য সচিব কবির আহমদ শাহরিয়ার মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুন, সদস্য ইমরান এইচ নাহিদ, রেজাউল হাসান, আরিফ আরমান জিসান, শুভন আহমদ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!