নিউইয়র্কে দুই দিনে ৯ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত ২৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া মিশিগানের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুসংবাদ পাওয়া গেছে। সবমিলিয়ে দেশটিতে এ পর্যন্ত করুণ করেনাভাইরাসে। ২৬ জন বাংলাদেশির করুণমৃত্যু হয়েছে।

নিউইয়র্কে গত দুই দিনে করোনায় আক্রান্ত হয়ে একজন ফটোসাংবাদিকসহ মারা গেছেন নয় জন বাংলাদেশি। এর মধ্যে ২৮ মার্চ ২৪ ঘণ্টায় মারা যায় ৮ জন। তারা হলেন, কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা, বিজিত কুমার সাহা, মো. শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত।

সবশেষ ৩০ মার্চ সোমবার দুপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মানবজমিনের সিনিয়র ক্যামেরাপারসন স্বপন হাই নিউইয়র্কের কুইন্স হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি জটিলতায়ও ভুগছিলেন। স্বপন হাইয়ের বড় ভাই প্রবাসী আবদুল মতিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Travelion – Mobile

এ ছাড়া জ্যামাইকার হিলসাইড ১৫০ বসবাররত নিশাত চৌধুরী (৩২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামের প্রয়াত তাহির চৌধুরীর মেয়ে নিশাত স্বামীসহ জ্যামাইকায় থাকতেন। চার-পাঁচ দিন আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে যান তিনি। সোমবার সকালে হাসপাতাল থেকে ফোন করে তাঁর মৃত্যুর সংবাদ পরিবারকে জানানো হয়েছে।

নিউজার্সির প্যাটারসনে করােনায় মৃত্যুবরণকারী বাংলাদেশি নারীর পরিচয় এখনও জানা যায়নি। তাতবে তাঁর দেশের বাড়ি বৃহত্তর সিলেটে বলে জানা গেছে।

নিউইয়র্কে করোনাভাইরাসে এত প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নাইন–ইলেভেনের পর এমন নির্মমতার সাক্ষী হবে নিউইয়র্কবাসী, সেটা হয়তো কেউ কল্পনা করেনি। মৃত্যুর মিছিলে এখন বাংলাদেশিরা। বাড়ছে আতঙ্ক, উৎকণ্ঠা। চারদিকে শুধু চাপা কষ্ট, কখন কী হয়ে যায়?

শোকে স্তব্ধ কমিউনিটিতে অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে। এর মধ্যে বাংলা সংবাদমাধ্যমের ইলিয়াস খসরু, ফরিদ আলম, স্বপন হাই ছাড়াও চিকিৎসক ওসমানী, সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন, কমিউনিটি নেতা ফরহাদ আহমেদ চৌধুরীসহ অনেকের জন্য স্বজনেরা দোয়া প্রার্থনা করেছেন।

আমেরিকায় সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৬৪৮। এতে মৃত্যু হয়েছে ৯৬৫ জনের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!