নিউইয়র্কে বাড়িওয়ালার হাতে ৩ ভাড়াটিয়া খুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বাড়ির ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালার ছুরিকাঘাতে ৩ ভাড়াটিয়া খুন হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নিউইয়র্ক সিটির কুইন্স বরোর সেন্ট অ্যালাবানসের ১২২ তম অ্যাভিনিউয়ের কাছে মিলবার্ন এলাকায় একক পরিবারের বাড়ির ভিতরে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে, ভাড়া বিবাদের জের ধরে ৩ জন ভাড়াটেকে ছুরিকাঘাতে হত্যার সন্দেহে ৫৪ বছর বয়সী বাড়িওয়ালা ডেভিড ড্যানিয়েলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও একটি অস্ত্রের অপরাধমূলক দখলের অভিযোগে আনা হয়েছে।

Travelion – Mobile

এনওয়াইপিডি’র সহকারী প্রধান কেভিন উইলিয়ামস জানান, মঙ্গলবার সকালে বাড়িওয়ালা ভিড ড্যানিয়েল নিজেই স্থানীয় ১১৩ প্রিন্সেন্টে হেঁটে যায় এবং পুলিশ অফিসারদের কাছে বলেছিল যে, সে “খারাপ কিছু করেছে” এবং পুলিশকে তার ঠিকানা দেওয়ার পরে সকাল ৭টার দিকে মরদেদেহগুলি পাওয়া যায়। পরবর্তীতে তাকে আটক করা হয়। হত্যাকান্ডের তদন্ত চলছে।

হত্যার শিকার কোলিন সিজার ফিল্ডস। ছবি সৌজন্যে: নিউইয়র্ক ডেইলি নিউজ
হত্যার শিকার কোলিন সিজার ফিল্ডস। ছবি সৌজন্যে: নিউইয়র্ক ডেইলি নিউজ

নিহতরা হলেন বাড়িওয়াল ডেভিড ড্যানিয়েলসের বান্ধবী কোলিন সিজার ফিল্ডস (৫৪) এবং তার দুই সঙ্গী ইভেট সুইনি (৫৫) এবং টমাস ওয়েইন (৫৭)।

পুলিশ জানিয়েছে সিজার ফিল্ডস বাড়ির দ্বিতীয় তলায় তার বিছানায় মুখ থুবড়ে অবস্থায় এবং ইভেট সুইনি ও টমাস ওয়েইনকে বেসমেন্ট অ্যাপার্টমেন্টের বেডরুমে পাওয়া যায়। বাড়িটিতে কেবল প্রাপ্তবয়স্করা ছিল এবং কোনও শিশু ছিল না।

দৃশ্যত ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়। তবে ঘুমের মধ্যে ছুরিকাঘাত করা হয়েছে কিনা কিংবা বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিরোধের সময় সহিংসতা হয়েছিল কিনা তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি।

অভিযুক্ত ড্যানিয়েলকে কুইন্স ফৌজদারি আদালতে হাজির করা হলে প্রসিকিউটররা, ড্যানিয়েলের বিরুদ্ধে ফার্স্ট-এবং সেকেন্ড-ডিগ্রি খুন এবং অস্ত্রের অপরাধমূলক দখলের অভিযোগ এনে প্যারোলের সম্ভাবনা ছাড়াই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে চান।

প্রসিকিউটররা জানান , ৩ ভাড়াটেকে ছুরিকাঘাতে হত্যার অভিযুক্ত ড্যানিয়েলে পুলিশকে বলেছে যে, তার সঙ্গী তাকে বকেয়া ভাড়ার বিষয়ে উপহাস করার পরে এবং তার ভাগ দিতে অস্বীকার করায় তিনি “শুধু স্ন্যাপ” করেন।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বিবৃতিতে বলেছেন, “রক্তাক্ত অপরাধের দৃশ্যটি ছিল অসাধারণ নৃশংসতার ফলাফল।” “আদালতে, আমরা যা দেখাব তা হ’ল আসামী তার অসহায় শিকারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।”

প্রসিকিউটরদের মতে, পুলিশ একটি অনুসন্ধান পরোয়ানা কার্যকর করেছে এবং ড্যানিয়েল গাড়িতে কাঁচি ও ছুরি খুঁজে পেয়েছে।

নিহত সিজার ফিল্ডসকে একজন প্রেমময় মা হিসাবে স্মরণ করা হয়েছে যিনি “জীবনে পূর্ণ” ছিলেন। ভুক্তভোগীর প্রাক্তন স্বামী স্টিভ ফিল্ডস সংবাদমাধ্যমকে বলেন, “এটি বড় ধাক্কা। এটি বিস্ময় হিসেবে আসে। তিনি একজন চমৎকার নারী ছিলেন, একজন অত্যন্ত উদ্যমী মানুষ, জীবন পূর্ণ।”

বাড়িওয়ালার ভাই জানান যে, ড্যানিয়েলের সহিংসতার ইতিহাস নেই এবং তিনি জ্যামাইকা দ্বীপের শিকড়সহ একটি ঘনিষ্ঠ পরিবার থেকে এসেছেন। তাই এই মুহূর্তে পুরো পরিবারের জন্য এ ঘটনায় হতাশাজনক।

প্রসঙ্গতঃ, দুই সপ্তাহ আগে সিটির ওজনপার্কে ভাড়াটিয়াকে উঠিয়ে দিতে ব্যর্থ হয়ে নিজ বাড়িতে আগুন ধরিয়ে গ্রেপ্তার হন বাংলাদেশি এক বাড়িওয়ালা।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!