জাতীয় শোক দিবসে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের স্মরণ সভা

সংযুক্ত আরব আমিরাতের ‘আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ’ জাতীয় শোক দিবস পালন ও ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সভা করেছে ।
বৃহস্পতিবার রাতে আবুধাবিতে সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি জায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খন্দকার, জনতা ব্যাংকের কার্যনির্বাহী আমিরুল হাসান, বিমানের রিজিওনাল ম্যানেজার এন সি বড়ুয়া, সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, অনুষ্ঠানের আহ্বায়ক জামশেদ আলম,এস এম রফিকুল ইসলাম, শেখ রুহুল আমিন, মঈন উদ্দীন, আজিম শিকদার, গোলাম কাদের ইফতি, আবদুল কাদের সিদ্দিকি, আবদুল হক, শেখ কামাল, জাকির হোসেন জসি্ম, সজল চৌধুরী, আবদুল হান্নান, আইয়ুব খান, মোজাম্মেল চৌধুরী, প্রিয়াংকা খন্দকার, রিয়াদ বিন রাজু ও খোরশেদ আলম।
এতে ১৫ অগাস্ট ও ২১ অগাস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!