জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্পেন সফরে প্রধানমন্ত্রী

আগামী ২-১৩ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানসহ প্রায় ২৫ হাজার লোক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির আন্তর্জাতিক সম্মেলন স্থল ‘ফেরিয়া দে মাদ্রিদ’-আয়োজিত এই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সরকারি সফরে আজ রোববার (১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন । প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রোববার সকালে মাদ্রিদের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, বিমানটির স্পেনের স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

Travelion – Mobile

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হবে। স্পেন সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন।

২ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে, তিনি কপ-২৫’র ওয়ার্কিং সেশনে যোগ দেবেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন এবং পুনরায় অপরাহ্ণে ওয়ার্কিং সেশনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেদিন সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানী আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

তিনদিনের সরকারি সফর শেষে ৩ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশের পথে রওয়ানা হবেন। ঢাকার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাত ১২টা ৪০ মিনিটে বিমানটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

দীর্ঘ ১৪ বছর পর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্পেনে সফর করছেন। ২০০৫ সালে বিরোধী দলে থাকা অবস্থায় সাংগঠনিক সফরে স্পেনে আসেন আওয়ামী লীগ সভানেত্রী। তাই প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে দেশটিতে আওয়ামী রাজনীতির নেতা-কর্মি ছাড়াও প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদ্রিদে আসার প্রস্তুতি নিয়েছেন।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্পেন সফরে প্রধানমন্ত্রী 1
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্পেন আওয়ামী লীগের প্রস্তুতি সভা
এ উপলক্ষে করণীয় নির্ধারণে আওয়ামী রীগ ও অঙ্গসংগঠনগুলোর একাধিক প্রস্তুতি সবভাও হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) মাদ্রিদের স্থানীয় ক্যাফে ঢাকা রেস্টুরেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করে স্পেন আওয়ামী লীগ।

স্পেন আওয়ামী লীগের সভাপতি এ এস আই রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিজভি আলমের সঞ্চলনায় বক্তারা বলেন, আওয়ামী লীগের এক মিলন মেলা হবে ১ ডিসেম্বর বিশ্ব জলবায়ু সম্মেলনে আমাদের বিশ্ব নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা মাদ্রিদে আসবেন। সে উপলক্ষে ইউরোপ আওয়ামী পরিবারের মিলন মেলাকে স্মরণীয় করে রাখতে চাই।

আলোচনায় সভায় অংশ নেন স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফা, বদরুল মাস্টার, একরামুজ্জামান কিরণ, দবির তালুকদার, আখতসরুজ্জামান, এফ এম ফারুক পাভেল, আজম কাল, আইয়ুব আলী, শ্যামল তালুকদার, তাপস দেবনাথ, জাহিদুল আলম দিদার, জানে আলম, রফিক খান, তোতা কাজী ও ছাত্রলীগ নেতা হানিফ নিয়াজী প্রমুখ।
অন্যদিকে বৃহস্পতিবার মাদ্রিদের মেহমান খানা রেস্তোরাঁয় স্পেন আওয়ামী লীগের ব্যানারে সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মো. বোরহান উদ্দিন। শেখ আব্দুর রহমান ও সেলিম রেজার যৌথ পরিচালনায় সভায় সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ স্পেন শাখার নেতাকর্মীরা ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরের সময় বিএনপি জামায়াতের যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদেরকেও প্রতিহত করা হবে।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্পেন আওয়ামী লীগের ব্যানারে  তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্পেন আওয়ামী লীগের ব্যানারে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি সভা

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কেবল স্পেনের আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়; সকল স্পেন প্রবাসী বাংলাদেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি শাকিল খান পান্না, আক্তার হোসেন আতা, ইসলাম উদ্দিন, আসাদুজ্জামান সাদ, নূরুল ইসলাম, ফারুক আহমেদ মবিন, রফিক খান, রাসেল দেওয়ান, নূর মোহাম্মদ, মো. ইফতেখার আলম, সফিকুল ইসলাম, ইসমাইল হোসেন রায়হান, সালমন মৃধা সেলিম, ইব্রাহিম খলিল, মাসুদ কামাল, রায়হান খান জামিল, আবুল বাশার, মাসুদ কামাল, আব্দুন নূর নিরব, রাজিব, সর্দার লস্কর, সামির আহমেদ প্রমুখ।

 মাদ্রিদে শেখ হাসিনার আগমন উপলক্ষে  স্পেন  ছাত্রলীগের প্রস্তুতি সভা
মাদ্রিদে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্পেন ছাত্রলীগের প্রস্তুতি সভা

সোমবার (২৫ নভেম্বর) মেহমান খানা রেস্তোরাঁয় ছাত্রলীগ স্পেন শাখার সাবেক সভাপতি ইসমাইল হোসেন রায়হান সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তারা বিশ্ব মানবতার নেতা হিসেবে পরিচিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে মাদ্রিদ আসছেন। মাদ্রিদ বিমানবন্দরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন। অনুষ্ঠিত হয় ।

ছাত্রলীগ নেতা আব্দুন নূর নীরবের পরিচালনায় অন্যদের মধ্যে শফিকুন নূর, কাওসার আহমেদ টুটুল, সাদেক লস্কর, মকবুল, মো. রাজীব, মো. শায়েক, রাজু আহমেদ, শুভ্রত শুভ, মাছুম শেখ, মো. সাগর, সাব্বির সভায় বক্তব্য রাখেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!