ওমানে আউটপাসের কোন ঘোষণা হয়নি : বাংলাদেশ দূতাবাস

ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আউটপাস সংক্রান্ত কোন সরকারি ঘোষণা দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী রয়েল ডিক্রি জারির মাধ্যমে দেশটির শাসক মহামান্য সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ সাধারণ ক্ষমা ঘোষণা করার পরই আউটপাস চালু হয়। কিন্তু এখনও পর্যন্ত এ লক্ষ্যে কোন রয়েল ডিক্রি জারি হয়নি।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত আউটপাস চালু সংক্রান্ত খবরের বিষয়ে জানতে চাইলে এই তথ্য জানিয়েছে ওমানে বাংলাদেশ দূতাবাস। রোববার (১ লা ডিসেম্বর) থেকে আউটপাস চালু হচ্ছে বলে গত কয়েকদিন বেশ সরগরম রয়েছে ফেসবুক। কারো কারো প্রচারে আছে আগামী মাস থেকে চালুর কথা।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ হুমায়ুন কবির আকাশযাত্রাকে বলেন,’ওমান সরকার এখন পর্যন্ত কোন সাধারণ ক্ষমার ঘোষণা দেয়নি। সামনে করবে কিনা সে বিষয়েও আগাম কোন তথ্য পাওয়া যায়নি। আউটপাসের কোন সিদ্ধান্ত আসলে সেটা অবশ্যই দূতাবাসের বিজ্ঞপ্তি এবং মিডিয়ার মাধ্যমে ওমানপ্রবাসীদের জানিয়ে দেয়া হবে।’

Travelion – Mobile

‘চলতি বছরের শেষে অথবা আগামী বছর সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে কি না ওমান সরকার বাংলাদেশ দূতাবাসকে এখনো কিছুই জানায় নি। আউটপাস চালু হলে সেটি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য নয় ওমানেপ্রবাসী সকল দেশের নাগরিকদের জন্যই প্রযোজ্য হবে। কাজেই সেটা সরকারের পক্ষ থেকেও ফলাও করেই প্রচার করা হবে’, যোগ করেন শ্রম কাউন্সেলর।

ওমানে আউটপাস নিয়ে একটি মহলের বিভ্রান্তি ছড়ানোর নিন্দা জানিয়ে শ্রম কাউন্সেলর জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এমন খবর প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার । ছবি : আকাশযাত্রা
ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার । ছবি : আকাশযাত্রা

এ বিষয়ে আকাশযাত্রার সঙ্গে আলাপকালে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার বলেন,’সাধারণ ক্ষমা ঘোষণা এবং আউট পাসের ব্যবস্থা পুরোপুরি নির্ভর করে ওমান সরকারে সিদ্ধান্তের উপর। এ ব্যাপারে প্রবাসী দেশগুলোর দূতাবাসের সরাসরি করণীয় কিছুই নেই। রয়েল ডিক্রি জারির মাধ্যমে মহামান্য সুলতান সাধারণ ক্ষমা ঘোষণা করার পরই দুতাবাসগুলো সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের সঙ্গে যােগাযোগ করে তাদের নীতির আওতায় আউটপাস ইস্যু করে থাকে।’

কবে নাগাদ আউটপাস চালু হতে পারে এমন প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন,’আগাম কিছু জানা বা বলা কোন দূতাবাসের পক্ষে কখনও সম্ভব নয়। সে হিসেবে আমাদের পক্ষেও এ মুহুর্তে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তবে সুযোগ কিংবা এখতিয়ার না থাকলেও প্রত্যাবর্তনে ইচ্ছুক অবৈধ বাংলাদেশির স্বার্থে ওমান সরকারের সঙ্গে দুতাবাসের যোগোযােগ অব্যাহত রয়েছে।’

আউটপাস সংক্রান্ত খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য ওমানে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানিয়ে রাষ্ট্রদূত বলেন,’ওমানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা যাতে স্বেচ্ছায় দ্রুত দেশে ফিরতে পারে সে লক্ষ্যে দূতাবাসের পক্ষ থেকে ওমান সরকারের কাছে অনেকবার আবেদন জানানো হয়েছে। এ ব্যাপারে ওমান সরকারের কাছ থেকে কোন ঘোষনা আসলে বাংলাদেশ দুতাবাস মাস্কাটের স্থানীয় এবং বাংলাদেশি মিডিয়ার মাধ্যমে ওমানপ্রবাসী বাংলাদেশিদের অবহিত করবে।’

দূতাবাস সূত্রে জানা যায়, সবশেষ ২০১৫ সালে ৬ মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল ওমান সরকার। ঔ সময় বাংলাদেশ দূতাবাসে আউটপাসের জন্য আবেদন করেছিলো প্রায় ২৫ হাজারের মতো অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি। শেষ পর্যন্ত আউটপাস নিয়ে দেশে গিয়েছিলো ১৮ হাজারের মতো। আউটপাস পেয়েও দেশে ফিরেনি প্রায় ৭ হাজার অবৈধ বাংলাদেশি।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটি ও সংগঠনের নানান খবর, ভ্রমণ, আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকনায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!