গ্রিসে এনে আরো আফগান নারী বিচারককে ‘বাঁচাতে’ চান আইনজীবী হেলেনা

১০০ জন আফগান নারী বিচারক-আইনজীবী ও তাঁদের পরিবারকে নিরাপদে কাবুল থেকে গ্রিসের রাজধানী এথেন্স নিয়ে আসতে এক মিলিয়ন পাউন্ড এর তহবিল জোগাড় করেছেন আইনজীবী ব্যারনেস হেলেনা কেনেডি।

এ বিষয়ে যুক্তরাজ্যের আইনজীবী হেলেনা কথা বলেন গ্রিসের প্রথম নারী রাষ্ট্রপতি ও উচ্চ আদালতের বিচারক ক্যাটেরিনা সাকেল্লারোপৌলৌ এর সঙ্গে এবং তাঁর সহযোগিতা প্রার্থনা করেন।

আইনজীবী ব্যারনেস হেলেনা কেনেডি
আইনজীবী ব্যারনেস হেলেনা কেনেডি
ব্যারনেস কেনেডি বলেন, এই মহিলারা মারাত্মক বিপদে ছিল। তারা পারিবারিক সহিংসতা ও বাল্যবিবাহের মতো বিষয় নিয়ে আদালত চালাচ্ছিল এবং তাদের অনেককে তালেবান আটকে রেখেছিল। তালেবানরা ফিরে আসার সাথে সাথেই তাদের পালিয়ে যেতে হয়।

তিনটি ফ্লাইট এ পর্যন্ত ১০০ জনেরও বেশি বিচারক এবং তাদের পরিবারকে নিরাপদে আনা হয়েছে। ওই নারী ও তাদের পরিবারগুলো এখন এথেন্সের হোটেলে অবস্থান করছে।

Travelion – Mobile

ব্যারনেস কেনেডি যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেলকে বিচারকদের সহায়তা করার জন্য অনুরোধ করছেন।

তিনি সাহায্যের জন্য আবেদন করছেন যাতে আরো ১০০ জন বিচারক এবং তাদের পরিবার থাকার জন্য নিরাপদ স্থান খুঁজে পেতে পারেন।

ব্যারনেস কেনেডি আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের মানবাধিকারের পরিচালক। তিনি আফগানিস্তানে মহিলা আইনজীবী এবং বিচারকদের প্রশিক্ষণে সাহায্য করেছিলেন।

আফগানিস্তানে গত ২০ বছরে প্রায় ৩০০ নারী বিচারক বিচারকার্যক্রম পরিচালনা করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!