কুয়েতে ভিসার মেয়াদ উত্তীর্ণদের জন্য ৩ মাসের ‘রেসিডেন্ট’

কুয়েতে করোনাভাইরাস প্রাদূর্ভাব পরিস্থিতির কারণে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসী ও দর্শনার্থীদের জন্য ৩ মাসের অস্থায়ী রেসিডেন্ট অনুমতি মঞ্জুর করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১ লা মার্চ থেকে ৩১ শে মে এর মধ্যে কার্যকরভাবে তিন মাসের ক্ষমার আওতায় থাকবেন প্রবাসী ও দর্শনার্থীরা।

দেশটির উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ এই সুযোগের সিদ্ধান্ত দিয়েছেন, যাদের আবাসিক বা ভিজিট ভিসার মেয়াদ ১ লা মার্চ থেকে ৩১ শে মে এর মধ্যে শেষ হচ্ছে তাদের জন্য।

Travelion – Mobile

সুতরাং, ভিসার মেয়াদ উর্ত্তীণ প্রবাসী ও দর্শনার্থীরা এই তিন মাসের জন্য কার্যকরভাবে বৈধভাবে কুয়েতে অবস্থান করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর দেওয়া বিবৃতি অনুসারে, দেশের বর্তমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে নেওয়া এই সিদ্ধান্তে যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, কুয়েতে প্রবেশ করার পর্যটক বা দর্শনার্থী যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

স্পনসরদের অংশের প্রয়োজনীয় প্রক্রিয়াগুলি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.moi.gov.kw. মাধ্যমে সম্পাদন করা যাবে।

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকাে : চিরকুট

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকােজয় আসবে আমাদের, বিশ্বাস বুকে রেখোইউএনডিপির প্রযোজনায় চিরকুটের করোনা সচেতনতা সংগীত

Posted by AkashJatra on Monday, April 6, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!