কুয়েতে আকামার স্বয়ংক্রিয় নবায়ন আরও ৩ মাস

কুয়েতে আকামা ও ভিজিট ভিসা আরও ৩ মাসের জন্য স্বয়ংক্রিয় নবায়ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে ৩ মাসের স্বয়ংক্রিয় নবায়ন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, মানবিক বিবেচনায় এবং রেসিডেন্সি বিভাগে অধিক লোক সমাগম এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় ।

প্রসঙ্গতঃ কুয়েত সরকার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ নিয়ে ৩ বার স্বয়ংক্রিয়ভাবে আকামা নবায়নের সিদ্ধান্ত নেয়।

Travelion – Mobile

দ্বিতীয় দফা স্বয়ংক্রিয় নবায়নের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩১ শে আগস্ট।

রাষ্ট্রদূতের সঙ্গে আলাপন : সমসাময়িক বিষয়-ড. মো. নজরুল ইসলাম- বাংলাদেশ রাষ্ট্রদূত বাহরাইন

রাষ্ট্রদূতের সঙ্গে আলাপন : সমসাময়িক বিষয়ড. মো. নজরুল ইসলাম- বাংলাদেশ রাষ্ট্রদূত বাহরাইন ২১ আগস্ট, শুক্রবার – বাহরাইন : বিকাল ৪ টা___বাংলাদেশ : সন্ধ্যা ৭ টা অতিথি আলোচকশাফকাত আনোয়ার-চেয়ারম্যান,বাংলাদেশ স্কুল ও ডেপুটি সিইও-আহলি ইউনাইটেড ব্যাংকজহিরউদ্দিন বাবর-সভাপতি, বাংলাদেশ সমাজ, বাহরাইনমোহাম্মদ শফি উদ্দিন, সিআইপি, প্রবাসী ব্যবসায়িক ব্যক্তিত্ব ও জিএম-প্যাসিফিক গ্রুপইঞ্জিনিয়ার আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক-বাংলাদেশ সোসাইটি, আই টি কনসালটেন্ট, আলময়য়েড ইন্টা. গ্রুপবশির আহমেদ-সভাপতি, বাংলাদশে সাংবাদিক ফোরামপরিকল্পনা ও গ্রন্থণা : এজাজ মাহমুদসঞ্চালনায় : আহমেদ তোফায়েলসমন্বয়ক : ওমর ফারুক হিমেল

Posted by AkashJatra on Friday, August 21, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!