কুয়েতের আপিল আদালতে পাপুলের জামিন নাকচ

কুয়েতের আপিল আদালতে বাংলাদেশের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের জামিন আবেদন প্রত্যাখ্যান হয়েছে। আগামী ১৪ মার্চের পরবর্তী শুনানীর দিন ধার্য করে মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছে আদালত।

অন্যদিকে পাপুলের মামলার আসামী এবং তার ভিসা বাণিজ্যের সহায়তাকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশিক্ষণ বিষয়ক প্রাক্তন সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহ আদালতে আত্মসমর্পণ করার পরে জামিন আবেদন নাকচ হয়। আদালত তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে।

এরই মধ্যে ঘুষ দেওয়ার দায়ে কুয়েতের আদালত কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছেন। তাঁর বিরুদ্ধে আনা মানব ও অর্থপাচারের অভিযোগে শাস্তি এখনো ঘোষণা করা হয়নি।

Travelion – Mobile

গত বছর ৬ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাপুলকে সেদেশে গ্রেপ্তার করে। তখন থেকে পাপুল কুয়েতের কারাগারে বন্দি।

এদিকে,পাবলিক প্রসিকিউশন অর্থ পাচারের অভিযোগর একটি নতুন মামলায় শেখ মাজন আল-জারাহকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। একই মামলায় অভিযুক্ত নওয়াফ আল-মুতাইরির গ্রেপ্তারেরও আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে মিনিস্টারিয়াল আদালতের তদন্ত কমিটি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ আল-জারারাকে আটকের মেয়াদ বাড়িয়ে ১৪ ই মার্চ পর্যন্ত করা হয়েছে।

আগের খবর :
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!