কুয়েতে মসজিদে বোমা হামলার আসামীসহ ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কুয়েতে মসজিদে বোমা হামলার আসামীসহ ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কেন্দ্রীয় কারাগার। দীর্ঘ বিরতির পর আবারও মৃত্যুদণ্ড কার্যকর করা হলো পারস্য উপসাগরীয় দেশটিতে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

কুয়েতের পাবলিক প্রসিকিউটরদের বরাত দিয়ে আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলানো আসামীর মধ্যে অন্যতম ছিল ২০১৫ সালের মসজিদে হামলায় দোষী সাব্যস্ত বেদুঈন আব্দুল রহমান সাবাহ ইদান।

Travelion – Mobile

পবিত্র রমজান মাসে রাজধানীর আল ইমামুস সাদিক শিয়া মসজিদে জুমার নামাজে ওই হামলায় ২৭ মুসল্লি নিহত এবং আহত হয় ২২০ জনেরও অধিক । এটি ছিল কুয়েতের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গী হামলা। ইসলামী স্টেট বা আইএস সুন্নী চরমপন্থীরা এ হামলার দায় স্বীকার করেছিল। এ মামলার রায়ে আরও ৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাদের সবাই পলাতক ।

বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেওয়া বাকি আসামীদের মধ্যে ১ জন কুয়েতি, ১জন মিশরীয় এবং ১জন বেদুঈন, যাদের সবাই হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। বাকি ১ জন প্রবাসী শ্রীলঙ্কান মাদক মামলায় অভিযুক্ত হয়েছে।

কুয়েতে ফাঁসি কার্যকর করা তুলনামূলকভাবে বিরল। সর্বশেষ ২০১৭ সালে, শাসক পরিবারের একজন সদস্যসহ ৭জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!