যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আবুল হাশিম (৪২)। তার দেশের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

রবিবার (২৩ জুলাই) সকালে আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স সিটির অদূরে কারাগ্রান্দে এলাকায় নিজ মালিকাধীন গ্রোসারি স্টোরে বন্দুকধারি দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মারা যান আবুল হাশিম।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

এ তথ্য নিশ্চিত করে আরিজোনার বাংলাদেশি কম্যুনিটির নেতা মাহাবুব রেজা রহিম জানান, কাসাগ্রান্দে সিটির সানল্যান্ড জিন রোডের ‘সানলাইট মার্কেট’ রবিবার সকাল সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।

পিনাল কাউন্টি পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঐ স্টোরে পৌঁছার পর মেঝেতে নিথর দেহ পড়েছিলে আবুল হাশিমের। ডাকাতির উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে।

ঘণ্টা তিনেকের মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

স্ত্রী এবং ৬ বছর বয়সী ছেলে ও ২ বছরের মেয়েকে নিয়ে কাসাগ্রান্দে সিটিতে বসতি গড়েছিলেন আবুল হাশিম। তার ৭ ভাই-বোনের সকলেই বাস করেন একই সিটিতে।

আবুল হাশিমের মর্মান্তিক অকাল মৃত্যুর সংবাদে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা বাংলাদেশ কমিউনিটি।

এর ৫ দিন আগে ১৯ জুলাই মিজৌরি স্টেটের সেন্ট লুইসে একটি স্টোরে কর্মরত অবস্থায় ইয়াজউদ্দিন আহমদ (২৩) নামে আরেক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হন।

ইয়াজউদ্দিনের ঘাতক এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!