করোনাভাইরাসের পূর্বাভাস ছিল ৪০ বছর আগের উপন‌্যাসে!

মরণঘাতি করোনাভাইরাস মহামারি নিয়ে বিশ্ব যখন আতঙ্ক আর লড়াইয়ে ব্যস্ত, এমন সময়ই টুইটারে বেরিয়ে এল চাঞ্চল্যকর এক তথ্য যা শোরগোল পড়েছে গোটা বিশ্বে।

সেই টুইটে প্রকাশিত তথ্য হল, চীনের ইউহান শহরে এই ভাইরাসের কথা ৪০ বছর আগে লেখা ‘দ‌্য আইজ অব ডার্কনেস’ নামক উপন্যাসে বলা হয়েছে, সেই শোরগোল পড়েছে গোটা বিশ্বে।

১৯৮১ সালে লেখা একটি রহস‌্য কাহিনি ‘দ‌্য আইজ অব ডার্কনেস’ নামক উপন্যাসে, ‘ইউহান ৪০০’ নামে এই ভাইরাসের উল্লেখ রয়েছে।

Travelion – Mobile

‘ইউহান ৪০০’কে করোনাভাইরাস বলার প্রথম কারণটি হল-শহরটির নামও ইউহান; দ্বিতীয়ত, উপন‌্যাসে বর্ণিত ভাইরাস জৈব অস্ত্র হিসেবে গবেষণাগারে তৈরি করা হয়েছিল।

এই উপন্যাসে বলা হয় চীনের একজন বিজ্ঞানী যার নাম লি চেন, তিনি চীন থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সঙ্গে তিনি নিয়ে এসেছেন একটি ডিস্ক। যাতে আছে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক নতুন জৈব অস্ত্র ইউহান ৪০০-এর রেকর্ড।

এই উপন্যাসে আরো বলা হয় ওই ভাইরাস তারা অস্ত্র হিসেবে গবেষণাগারে তৈরি করছিল। কিন্তু তা কোনোভাবে ‘ফাঁস’ হয়ে গিয়েই বিপত্তি সৃষ্টি হয়েছিল।

ডারেনপ্লাইমাউথ নামে এক টুইটার ব‌্যবহারকারী এক টুইটে বলেন, আমরা এক অদ্ভুত দুনিয়ায় বাস করি! এর সাথেই ওই বইটির ছবি দেন। এরপর নেটদুনিয়ায় কার্যত তুমুল হইচই শুরু হয়।

এই ঘটনার পর সকলে মনে করতে শুরু করেছেন তবে কি এই ভাইরাস নির্মূল করতে ওই ৭৪ বছর বয়সি মার্কিন লেখকই একমাত্র সমর্থ?

যদিও প্রশ্ন ওঠছে এটি সত্য নাকি কোনো কারণে মিলে গেছে ঘটনাটি? যদি সত্যি হয়ও‌ তবে কি আদৌও প্রকাশ্যে আসবে?

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে অজ্ঞাত জ্বরে মানুষ আক্রান্ত হতে থাকে। ৩১ ডিসেম্বর বিজ্ঞানীরা জানান, একেবারে নতুন একটি ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এই জ্বর হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!