ওমানে বাড়ল ‘মাস্কাট লকডাউন’

আবারো বাড়ানো হলো ওমানের রাজধানী মাস্কাট সিটির লকডাউনের মেয়াদ। আগামী ২৯ তারিখ সকাল ১০ টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

দেশটির করোনা প্রতিরোধে গঠিত সুপ্রিম কমিটির নিয়মিত বৈঠকে আজ (মঙ্গলবার) তাদের এ সিদ্ধান্তের কথা জানায়। একই সাথে জালান বানী বু অালীর লকডাউনও বলবৎ থাকবে।

এ নিয়ে মাস্কাট সিটির লকডাউনের মেয়াদ তৃতীয় দফায় বাড়ানো হলো। সর্বশেষ ৮ মে পর্যন্ত রাখার সিদ্ধান্ত ছিল।

Travelion – Mobile

উল্লেখ্য, ওমানে করোনাক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৩৫। সুস্থ হয়েছেন ৮৫৮ জন। মারা গেছে ১২ জন।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে ৯৮ জন। দেশটিতে যারা করোনায় মারা গেছেন সকলে রাজধানী মাস্কাটের বাসিন্দা। অন্যান্য প্রদেশের চেয়ে বেশি আক্রান্তের সংখ্যাও মাস্কাটে।

আগের খবর
ওমানে ‘আউটপাস’র ঘোষণা দেওয়া হয়নি : বাংলাদেশ দূতাবাস
ওমানে কমছে প্রবাসী জনসংখ্যা
ওমানে কমছে নতুন করোনা রোগী, বাড়ছে সুস্থতা
সরকারি দপ্তরে ওমানিকরণ জোরদারের নির্দেশনা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!