ওমানে ঘূর্ণিঝড় শাহিন: আবাসন এলাকা ধসে দুই প্রবাসীর মৃত্যু

ওমানে ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে ভূমিধসে দুই জন প্রবাসী নিহত হয়েছে।

রোববার জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি জানিয়েছে,মাস্কাটের আল রুসল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় জাবাল আলি পর্বতের একটি অংশ শ্রমিকের বাসায় ধসে পড়ার পর সংস্থাগুলি ধ্বংসস্তূপ থেকে এশিয়ান নাগরিকদের দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে।

ঘূর্ণিঝড় শাহীনের ফলে এই নিয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। এর আগে রোববার সকালে সংস্থাটি আল আমেরাত এলাকায় একটি শিশুর মৃত্যুর খবর দিয়েছিল।

Travelion – Mobile

সবশেষ আবহাওয়া বার্তা অনুসারে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় শাহিন মাস্কাট উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং রোববার সকাল থেকে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়ছে।

ঘূর্ণিঝড়টি মুসানাহ থেকে ১০০ কিলোমিটার দূরে, সোহার থেকে ১৯০ কিলোমিটার দূরে রয়েছে, যেখানে বাতাসের গতি ৬৫ থেকে ৭৫ নট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!