ইসরায়েলি সেনার সাংবাদিক হত্যার নিন্দা সিএমএফ’র

ফিলিস্তিনে পেশাগত দায়িত্ব পালনকালে ইইসরায়েলি সেনার গুলিতে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার রিপোর্টার শিরিন আবু আহলাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।

বৃহস্পতিবার (১২ মে) সিএমএফ সভাপতি এমদাদুল হক ও সেক্রেটারি তানভীর আঞ্জুম আরিফ এক যৌথ বার্তায় এ প্রতিবাদ জানান।

তারা বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপর যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে সেগুলো গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাভারেজ করতে পারছেনা। সর্বশেষ গতবছর এই একই দিনে ফিলিস্তিনের গাজায় অবস্থিত জালা টাওয়ারে আলজাজিরা ও এপির অফিস ভবনে বিমান হামলা করে বহুতল ভবনটি বিধ্বস্ত করে ফেলে ইসরায়েল।

Travelion – Mobile

আর এই বছর সরাসরি আল জাজিরার গণমাধ্যম কর্মীকে গুলি করে হত্যার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে তারা কতোটা হিংস্র! প্রতিবার গণমাধ্যমের ওপর ইসরায়েলের এমন নগ্ন হামলা গোটা বিশ্বের জন্য অশনি সংকেত।

ইসরায়েলের এমন সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিএমএফ সভাপতি ও সেক্রেটারি বলেন, আমরা জাতিসংঘের কাছে অবিলম্বে উপযুক্ত বিচারের দাবী জানাচ্ছি এবং গণমাধ্যমের উপর ইসরায়েলের এমন হিংস্রতা ও ফিলিস্তিনের উপর ইসরায়েলের সন্ত্রাসী হামলা বন্ধের দাবি করছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!