নেপালে নতুন আরেকটি বিমানবন্দর চালু হলো

নেপালে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে। আজ সোমবার গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দর নামে নতুন এই বিমানবন্দরের উদ্বোধন করা হয়।

গৌতম বুদ্ধের জন্মস্থান থেকে কয়েক কিলোমিটার দূরে লুম্বিনিতে বিমানবন্দরটি অবস্থিত। আজ ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাঠমান্ডুতে ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দর প্রতিষ্ঠার ৭৪ বছর পর দ্বিতীয় বিমানবন্দরটি তৈরি হলো। আজই জাজিরা এয়ারওয়েজের একটি বাণিজ্যিক উড়োজাহাজ কুয়েত থেকে এই বিমানবন্দরে অবতরণ করে।

Travelion – Mobile

জুনের ১২ তারিখ থেকে এই বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করবে বলে জানিয়েছে নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বলেছেন, এর মধ্য দিয়ে দেশটি উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করেছে। তিনি দাবি করেন, বিমানবন্দরটি লুম্বিনি অঞ্চলে পর্যটন, অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বালকৃষ্ণ খান্দ বলেন, লুম্বিনি এলাকার লোকজন ও ব্যবসায়ীদের সহায়তায় বিমানবন্দরটি তৈরি হয়েছে। পাশাপাশি সংস্কৃতি, পর্যটন ও সিভিল অ্যাভিয়েশনের মন্ত্রী প্রেম আলে বলেন, এই বিমানবন্দর পরিচালনা দেশটির উন্নয়নে সহায়তা করবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!