ইতালিতে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার আয়োজন আওয়ামী লীগের

ইতালি সফরকালে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিবে সেখানকার আওয়ামী লীগ।

আগামী ২৫ জুলাই রাজধানী রোমে বর্ণাঢ্য এই আয়োজন করছে মাহতাব ও আলমগীরের নেতৃত্বের ইতালি আওয়ামী লীগ।

এ উপলক্ষে রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় একথা জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া।

Travelion – Mobile

সংগঠনের সভাপতি মাহতাব হোসেন সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বর্ণাঢ্য ঐ গণ সংবর্ধনাকে সফল করতে বিভিন্ন কার্যক্রমগুলো তুলে ধরেন নেতারা।

সভায় জানানো হয়, অনুষ্ঠানটি হোটেল পার্কো দ্যি প্রিন্সিপালের হলরুমে অনুষ্ঠিত হবে, যেখানে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বঙ্গবন্ধুর সৈনিক রা অংশ গ্রহণ করবেন।

বক্তারা বলেন, “গণসংবর্ধনাকে পুরো ইউরোপে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চান তারা।

তারা, দলীয় শৃঙ্খলা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন, ইতালি আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু সাঈদ খান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা কিবরিয়াসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!