আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাজ্জাদুল হাসান

যুক্তরাষ্ট্রের আওয়ামী পরিবারের অন্যতম সদস্য, কমিউনিটি সংগঠক ফ্লােরিডাপ্রবাসী মোহাম্মদ সাজ্জাদুল হাসান সাজ্জাদ বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

গত ৩০ অক্টোবর ঘোষিত উপ-কমিটিতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড.মসিউর রহমান-কে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি-কে সদস্য সচিব করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কমিটি অনুমোদন দিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্যে  সাজ্জাদুল হাসান
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্যে সাজ্জাদুল হাসান

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়ার ছেলে, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা সাজ্জাদুল হাসান ৯২ সাল থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী। ফ্লােরিডায় আওয়ামী লীগ ও যুবলীগের সাংগঠনিক ভিত্তি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। মাঝে দেশে ফিরে বেশ ক’বছর চট্টগ্রাম মহানগর আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

Travelion – Mobile

উপকমিটির সদস্য নির্বাচিত করায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য অর্থ ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানান সাজ্জাদুল হাসান।

অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন-আবুল হাসান মাহমুদ আলী এমপি, আ হ ম মুস্তফা কামাল এমপি, আবুল কালাম আজাদ এমপি, এম এ মান্নান এমপি, মোঃ আব্দুস শহীদ এমপি, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাবের হোসেন চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, মোঃ আব্দুল ওদুদ এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, রুমানা আলী এমপি, হাফিজ আহমদ মজুমদার এমপি, শ্রী বীরেন শিকদার এমপি, মোরশেদ আলম এমপি, মনজুর হোসেন এমপি, আদিবা আনজুম মিতা এমপি।

আরও রয়েছেন, এস এম সাইফুল্লাহ আল মামুন, ড. কানিজ আকলিমা সুলতানা, ফাওজিয়া হক, এস এম জাহাঙ্গীর হোসেন, আতাউর রহমান প্রধান, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী, এরিক মোরশেদ, এডভোকেট নাভানা আক্তার, আরশাদ জামাল দিপু, শেখ সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান নীলু, চৌধুরী ইয়ামিন আনাম, মো. ফয়েজ উল্লাহ, মো. শফি উদ্দিন, তসলিম উদ্দিন রানা, এম সদরুল আহমেদ খান, জাফরুল শাহরিয়ার জুয়েল, মো. আব্দুস সালাম খান, এস এম জাহাঙ্গীর আলম (বুলবুল), মোহাম্মদ নুরুল আমিন ফকির সাগর, মোঃ মিনহাজ উদ্দিন (সোহাগ), মো. রাকিবুল হক, এম হক বাবু, এম এম কামরুজ্জামান কাফী, মো. সাজ্জাদুল আলম শাহীন, নাসির উদ্দিন জর্জ, রাজিন দাশ রাহুল, মো. নাজমুল ইসলাম তুহিন, রিয়াজুল আহসান খান রিয়াজ, মোহা. তারিক-উল-ইসলাম টুটুল,

সাজ্জাদুল হাসান সাজ্জাদসহ কমিটিতে আরও রয়েছেন, তানভীর আহমেদ, গাজী আলিম আল রাজী, মো. সাইফুল ইসলাম লিটন, সৈয়দা ফৌজিয়া হোসেন, মোহাম্মদ জিল্লুর রহমান, সাদেকা হাসান সেঁজুতি, বুশরা করিম নাদিয়া, জোবায়দা হক অজন্তা, ফয়সল আহমদ চৌধুরী, মো. সুলতান মাহমুদ, রফিকুল ইসলাম লিটন, মোহাম্মদ আনিসুজ্জামান ইমন, সৈয়দ সাব্বির হোসেন, ড. মো. আশিকুর রহমান বিপ্লব, হাসীব আলম তালুকদার, মো. আকতার হোছাইন (মিন্টু), মো. সাইফুল ইসলাম (শিপলু), সাবিনা আখতার শিউলি, মোহাম্মদ জিহাদুল ইসলাম, অনিল চাকমা, জান্নাতুন নুর তানিয়া, দেওয়ান রাজু আহমদ, মোঃ মিজানুর রহমান, খোরশেদুল আলম ইমতিয়াজ, মুহাম্মদ মুনীর উদ্দীন চৌধুরী, মো. বেলায়েত হোসেন সাগর ও তানজিলা আক্তার আইরিন।

এছাড়া, ২৪ জন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!