এসটিপি অকার্যকর; কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টকে জরিমানা

সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট-এসটিপি অকার্যকর রেখে হোটেলের কার্যক্রম পরিচালনার অপরাধে কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

উপপরিচালক নুরুল আমিনের নেতৃত্বে কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল গত ৭ অক্টোবর সায়মন বিচ রিসোর্ট পরিদর্শন করে। এ সময় তারা সেখানে এসটিপি অকার্যকর অবস্থায় পান। নমুনা সংগ্রহ করে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে পাঠালে পরীক্ষায় বিধিমালা বর্হিভূত মাত্রা পাওয়া যায়।

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের খবরে বলা হয়, সোমবার (১৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কক্সবাজার হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। প্রতিষ্ঠানটি এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) অকার্যকর রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়াও ছাড়পত্রের শর্তভঙ্গ করে তরল বর্জ্য সমুদ্রে ফেলছেন।

Travelion – Mobile

গবেষণাগারে তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করে বিধিমালা বর্হিভূত মাত্রা পাওয়ার কারণে পরিবেশ দূষণের দায়ে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!