বাহরাইনে চার দিনের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু

বাহরাইনে চার দিনের ব্যবধানে হৃদরোগে মারা গেছেন দুই বাংলাদেশি রেমিট্যান্সেযাদ্ধা। এর হলেন মোহাম্মদ আকসারুল ইসলাম (৩৩) ও ফাহাদ আহম্মেদ (৩৩)। এ নিয়ে গত ২২ দিনে বাহরাইনে হৃদরোগে মারা গেছেন ৯ জন প্রবাসী বাংলাদেশি। এতে শঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

গত ৬ অক্টোবর রাজধানী মানামায় নিজ কক্ষে হৃদরোগে আক্তান্ত হয়ে মোহাম্মদ আকসারুল ইসলাম মৃত্যুবরণ করেন। তিনি মেহেরপুর জেলার গাংনি উপজেলার ধান খোলার আব্দুল জলিলের পুত্র। এর ৪ দিন পর ১০ অক্টোবর স্থানীয় হামাদ টাউন এলাকায় নিজ কক্ষে মৃত্যুবরণ করেন ফাহাদ আহম্মেদ। ফাহাদ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাংলা বাজার এলাকার আব্দুর রবের পুত্র।

নিহতদের জানাজাসহ ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা স্থানীয় মানামা কুয়েতি (প্রকাশ) মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। দেশে পাঠানোর জন্য দুইজনের মরদেহ মানামায় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে রাখা হয়েছে।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!