৩৫তম ফোবানা সম্মেলনের প্রস্তুতি সভা

করেনা মহামারি পরিস্থিতিতে পরিবর্তিত সময় অনুযায়ী আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৩৫তম ফোবানা সম্মেলন। সম্মেলন ভেন্যু ওয়াশিংটনের গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

সম্মেলন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে আয়োজক ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’ (এবিএফএস)।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে অনলাইনে স্বাগতিক কমিটির আহ্বায়ক জি আই রাসেল সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফোবানা নির্বাহী কমিটির প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুননবী। প্রধান বক্তা ছিলেন কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।

Travelion – Mobile

সদস্য সচিব শিব্বীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফোবানার প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান, প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান হাসমত মোবিন, প্রাক্তন চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, প্রাক্তন চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন।

বক্তব্য রাখেন ফোবানা নির্বাহী কমিটির সদস্য গোলাম ফারুক ভুইয়া, সাদেক খান, আরেফিন বাবুল, মাহবুবুর ভুঁইয়া, মুহাম্মদ আলী মানিক, জাহিদ হোসেন, প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি রফিক খান, স্বাগতিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনর পারভিন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনর মজনু মিয়া, সিনিয়র কো-কনভেনর সালেহ আহমেদ, কো-কনভেনর সাইদ এম বাবু, কো-কনভেনর মহিন উদ্দীন দুলাল, জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন, জয়েন্ট সেক্রেটারি ইমতিয়াজ লতিফ তুষার।

আয়োজকরা জানান, সভায় স্বাগতিক কমিটিকে কীভাবে সহযোগিতা করা যায় এ নিয়ে আলোচনা হয়। উপদেষ্টারা সম্মেলন সফল করার জন্য দিক-নির্দেশনা দেন।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনরা অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।

সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, ফ্যাশন শো, সাইটেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষপূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুঁথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিনসহ নানা আয়োজন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!