স্পেনে ষাঁড়ের দৌড়ে প্রাণ গেল এক দর্শকের

পূর্ব স্পেনে একটি ষাঁড় দৌড় উৎসব দেখতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন এক ব্যক্তি। গতকাল শনিবার ওনডায় হওয়া ওই উৎসবে ষাঁড়ের হামলায় রক্তাক্ত হন তিনি।

নিহত ওই ব্যক্তির নাম জানা যায়নি, তবে তাঁর বয়স ৫৫ বছর বলে জানাচ্ছে ওনডা টাউন কাউন্সিল।

কর্তৃপক্ষ জানাচ্ছে, কভিড পরিস্থিতির পর নিহত হওয়ার ঘটনা এই প্রথম। এই হামলার সময় অন্যরা ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে তাঁরা ব্যর্থ হন। ঘটনার পর ওনডা কাউন্সিল বাকি অনুষ্ঠান বন্ধ করে দেয়।

Travelion – Mobile

জরুরি পরিষেবা জানায়, শনিবার তাঁর মৃত্যু হয়, প্রচুর রক্তক্ষরণে। তাঁর আঘাতগুলো ছিল গুরুতর।

সম্প্রতি ষাঁড় দৌড় উৎসবগুলো বেশ বিকর্তিত হয়ে উঠেছে। এসব উৎসব বাতিল করার জন্য মানুষ এখন প্রকাশ্যে কথা বলা শুরু করেছে।

ইলেক্টোমেনিয়া নামের একটি পোলিং সংস্থার ২০২০ সালে করা জরিপে দেখা গেছে, ৪৬.৭ শতাংশ স্প্যানিশ ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করার পক্ষে। ৩৪.৭ শতাংশ পক্ষে না- কিন্তু আইনি নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি। বাকি ১৮.৬ শতাংশ মানুষ এই উৎসবটির পক্ষে।

স্পেনের আরও খবর :
স্পেনের মাদ্রিদের রাজপথ ভেড়ার দখলে
স্পেনে ‘হিউম্যান রাইটস স্বাস্থ্য অ্যাওয়ার্ড’ পেল ভালিয়েন্তে বাংলা ও ফজলে এলাহী
স্পেনের শিশুরা দেখতে পারবে না চকলেট-আইসক্রিম-জুসের বিজ্ঞাপন
স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু
স্পেনে সন্তানসহ প্রবাসীর স্ত্রী উধাও!
স্পেনে শারদীয় দুর্গোৎসবে প্রবাসীদের মিলনমেলা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!