স্পেনে জাতীয় শোক দিবস পালন

স্পেনের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

জাতীয় শোক দিবসের বিশেষ আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম ও ত্যাগের ওপর আলোকপাত করেন।

Travelion – Mobile

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন। স্পেন আওয়ামী লীগের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি এ আই আর এস রবিন, সহ-সভাপতি এক্রামুজ্জামান কিরণ, সাধারণ সম্পাদক রিজভী আলম প্রমুখ।

পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!