সৌদি থেকে রাতে ফিরছেন ৩৬৬ বাংলাদেশি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকে পড়া ১৩২ জন ওমরাহ হজ যাত্রী ও অবৈধ ২৩৪ জন বাংলাদেশি দেশে ফিরছেন।

বুধবার রাত ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা।

সূত্র জানায়, দেশে ফেরা ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন অবৈধ হওয়া কর্মী ও ১৩২ জন ওমরাহযাত্রী রয়েছেন। এদের মধ্যে অবৈধ হয়ে যাওয়া ৩২ জন মহিলা কর্মীও রয়েছেন।

Travelion – Mobile

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, ফ্লাইটটি বিকেলে সাড়ে ৪টায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু এখন রাত ৯টার দিকে পৌঁছাবে বলে জানা গেছে।

এর আগে গত ৯ এপ্রিল এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি বলে জানায় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্র ।

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকাে : চিরকুট

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকােজয় আসবে আমাদের, বিশ্বাস বুকে রেখোইউএনডিপির প্রযোজনায় চিরকুটের করোনা সচেতনতা সংগীত

Posted by AkashJatra on Monday, April 6, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!