করোনা পরিস্থিতিতে চসিককে অ্যাম্বুলেন্স দিল এনআরবি ব্যাংক

মারণঘাতি করোনাভাইরাসের মহাদূর্যোগের সময় বেসরকারি এনআরবি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে।

সোমবার (১৩ এপ্রিল) চসিক আয়োজিত অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে এ অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ব্যাংকটির ও আর নিজাম রোড শাখার প্রধান সরকার মেহেদী রেজা।

এ সময় মেয়র বলেন, দেশের এ লকডাউনের মূহুর্তে করোনাসহ অন্যান্য মূমুর্ষ রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য এটি চট্টগ্রামবাসীর জন্য খুবই কার্যকর হবে।

Travelion – Mobile

মেয়র করোনার মহাদূর্যোগের সময় অ্যাম্বুলেন্স প্রদানের মাধ্যমে কর্পোরশনের পাশে এসে দাঁড়ানোর জন্য ব্যাংকের চেয়ারম্যান ও এনআরবি-সিআইপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. মাহতাবুর রহমান সিআইপিকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাব নিরীক্ষক মো. সাইফুদ্দিন, এনআরবি ব্যাংকের এরিয়া হেড মো. তারেক উজ জামান ও মো. কাজী আশরাফুল আজিম।

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকাে : চিরকুট

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকােজয় আসবে আমাদের, বিশ্বাস বুকে রেখোইউএনডিপির প্রযোজনায় চিরকুটের করোনা সচেতনতা সংগীত

Posted by AkashJatra on Monday, April 6, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!