সুইডেনে কোরআন অবমাননায় কুয়েতে সুইডিশ পণ্য বয়কট

সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মীয়গ্রন্থ কোরআন পুড়িয়ে অবমাননা করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে কুয়েত।

কুয়েতের সুপারমার্কেট সমিতি সুইডিশ পন্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

ইতিমধ্যে ২৫৯ টি সুইডিশ পন্য কুয়েতের বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কুয়েতের বিভিন্ন সুপারমার্কেটের তাক থেকে সুইডিশ পণ্য বের করে আলাদা করে ফেলা হচ্ছে। কোথাও কোথাও সুইডিশ পণ্যগুলো প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

Travelion – Mobile

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার।

শুক্রবার (৩০ জুন) এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদলিপি দিয়েছেন। যাতে একজন উগ্রপন্থির মাধ্যমে পবিত্র কোরআনের কপিতে আগুন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

কুয়েতে সরাসরি সুইডেনের রাষ্ট্রদূত নিযুক্ত নেই। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!