রেমিট্যান্স : ৩৫ মাসের মধ্যে জুনে এসেছে সর্বোচ্চ

দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে বিদায়ী অর্থবছরের জুনে ২১৯ কোটি ৯০ লাখ রেমিট্যান্স এসেছে। যা, গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়। গত বছরের একই মাসে প্রবাসী আয় এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

এর আগে, ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ রেমিট্যান্স এসেছিল। অর্থনীতিবিদরা বলছেন, তখন করোনার বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এ কারণে সব ধরনের পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় হুন্ডিও বন্ধ ছিল। ফলে, প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

Travelion – Mobile

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিসটিকস ডিপার্টমেন্ট থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহার সময় প্রবাসীরা তাদের পরিবারের কাছে বেশি পরিমাণে অর্থ পাঠিয়েছেন। এ কারণে জুনে প্রবাসী আয় বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলারের প্রবাসী আয়। ২০২১ সালের জুনে এসেছিল ১৯৪ কোটি ৮ লাখ ডলার। ২০১৯ ও ২০২০ সালের জুনে এসেছিল যথাক্রমে ১৩৬ কোটি ৮২ লাখ ও ১৮৩ কোটি ২৬ লাখ ডলার।

আর বিদায়ী অর্থবছরের মে মাসে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ ডলার। এপ্রিলে এসেছিল ১৬৮ কোটি ৪৯ লাখ ডলার এবং মার্চে এসেছিল ২০২ কোটি ২৪ লাখ ডলার।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!