শুক্রবার থেকে মাস্কাট-চট্টগ্রাম রুটে সালামএয়ারের নিয়মিত ফ্লাইট

২ অক্টোবর শুরু

আগামী শুক্রবার (২ অক্টোবর) থেকে মাস্কাট-চট্টগ্রাম-মাস্কাট রুটে নিয়মিত ফ্লাইট চালু করছে ওমানের সালামএয়ার। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি সাপেক্ষে নিয়মিত রুটটি আবার চালু করছে বিমানসংস্থাটি। প্রাথমিকভাবে সপ্তাহে ২টি ফ্লাইট চলাচল করবে চট্টগ্রাম রুটে।

সালামএয়ারে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি সোম ও শুক্রবার মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৯.৪৫ মিনিটে ছেড়ে বিকেল ৪.৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে একই দিন বিকেল ৪.৪৫ ছেড়ে স্থানীয় সময় রাত ৮.১৫ মিনিটে মাস্কাট পৌছাবে।

সকল যাত্রীকে করোনা-প্রতিরোধে ওমান ও বাংলাদেশ সরকারের জারি করা বিধি ও নিয়মনীতি অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Travelion – Mobile

আগের খবর :
কুয়েতের আমিরের মৃত্যুতে ওমানে ৩ দিনের শোক ও ছুটি ঘােষণা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!