লেবাননে মারা গেছেন আরেক বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা

লেবাননের ত্রিপলী জেলায় হৃদরোগে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা সেকদন মিয়া (৪৫) ।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাঁকে স্থানীয় শিক্কা আফরিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মরহুমের মরদেহ হাসপাতালের মর্গে আছে।

জানা যায়, পরিবারে স্বচ্ছলতা আনার আশায় ৯ বছর আগে লেবাননে এসে ত্রিপলীতে একটি পেট্রোল পাম্পে বৈধভাবে কাজ করে আসছিলেন সেকদন মিয়া ।

Travelion – Mobile

সেকদন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আখড়া গ্রামের সামসু মিয়ার সন্তান। দেশে তাঁর স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।

তাঁর অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়েছেন লেবানন ব্রাহ্মণবাড়িয়া তিতাস সংগঠন।

তাঁর মরদেহ দেশে পরিবারের কাছে দ্রুত পাঠানোর ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটি ও সংগঠনের নানান খবর, ভ্রমণ, আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকনায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!