লেবাননে বাংলাদেশিদের কাছে জাল ডলার বিক্রেতা গ্রেফতার

লেবাননে প্রবাসী বাংলাদেশিদের কাছে জাল ডলার বিক্রীর অভিযোগে একজন লেবানিজ নাগরিককে গ্রেফতার করেছে বৈরুত পুলিশ।

রবিবার (১ মার্চ) রাজধানী বৈরুতের আশরাফিয়ের কর্ম জয়তুন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লেবানিজ ইন্টারনাল সিকিউরিটি ফোর্সের (এল আই এসএফ) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্ম জয়তুন এলাকার প্রবাসী বাংলাদেশিদের কাছে জাল ডলার বিক্রীর বিষয়ে বৈরুত পুলিশের আশরাফি ইউনিটের কাছ গোপন তথ্য ছিল।

Travelion – Mobile

এই তথ্যের ভিত্তিতে তারা সন্দেহভাজন দলটিকে অনুসরণ করে এবং গত ২২ ফেব্রুয়ারি ওই এলাকা থেকে মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই লেবানিজের কাছ থেকে ৯৫০ জাল ডলার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অপরাধ স্বীকার করে আটক প্রতারক জানায়, সিরিয়ার একজন ব্যক্তির কাছ থেকে এসব জাল ডলার সংগ্রহ করে বাংলাদেশিদের কাছে বিক্রী করতেন।

প্রতারণার শিকার বাংলাদেশিদের বেশিরভাগই তার পূর্ব পরিচিত এবং সে সূত্রেই জাল ডলার বিক্রি সুযােগ নিয়েছিল বলে তিনি আরও জানান।

বৈরুত পুলিশ জানিয়েছে, আটক প্রতারককে বিচারের জন্য আদালতে সোপার্দ করা হয়েছে এবং তার সহযোগী সিরিয়ান নাগরিককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

এদিকে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, লেবাননের বর্তমান পরিস্থিতি ও ডলার সংকটের কারনে এক শ্রেনীর প্রতারক জাল ডলার সাধারন প্রবাসীদের কাছে বিক্রী করে তাদের প্রতারিত করছে।

ব্যাংক কিংবা মানি এক্সচেঞ্জ ছাড়া খোলা বাজার থেকে ডলার ক্রয় না করার জন্য সাধারন প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!