লেবাননে করোনার টিকা নিতে বাংলাদেশিদের উপচে পড়া ভিড়

লেবাননে প্রবাসীদের জন্য বিশেষ কর্মসূচীতে প্রচুর সংখ্যক বাংলাদেশি করোনা টিকা নেওয়ার সুযোগ পেয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু ৩ দিনের টিকাদান কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

রাজধানী বৈরুতের শহরতলীর ইজদাইদি এলাকার সাজেস স্কুলে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আএমও) যৌথভাবে এই টিকাদান কর্মসূচীর আয়োজন করেছে।

প্রথম ২ দিনে টিকা কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে বাংলাদেশিদের টিকা নিতে দেখা যায়।

Travelion – Mobile

প্রথম দিনে মঙ্গলবার প্রায় ৬ শত ৫০ জন বাংলাদেশি টিকা গ্রহন করেছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

বাংলাদেশিদের টিকা নেয়ার কার্যক্রম সরেজমিনে দেখতে এসে দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন জানান, দূতাবাসের সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রচার প্রচারণার ফলে প্রবাসী বাংলাদেশিরা উদ্বুদ্ধ হয়ে টিকা গ্রহন করছে।

তিনি বাংলাদেশিদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সবাইকে টিকা গ্রহনের অনুরোধ জানান।

দেশটিতে বসবাসরত ৩০ বছরের উর্ধ্বে সকল দেশের প্রবাসীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে এই কর্মসূচীর আওতায় টিকা নেয়ার সুযোগ পাচ্ছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!