১ সেপ্টেম্বর থেকে মাস্কাট রুটে ইউএস-বাংলার প্রতিদিন ফ্লাইট

প্রায় চার মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরিপ্রেক্ষিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আজ মঙ্গলবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সরাসরি ঢাকা থেকে মাস্কাট এবং রবি, বুধ ও শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে মাস্কাট ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

Travelion – Mobile

অন্যদিকে, মাস্কাট থেকে প্রতি মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার সরাসরি ঢাকা এবং প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে থেকে ঢাকা ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

আগের খবর : ওমানে বাংলাদেশসহ ১৮ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সীদের ওমানে পৌঁছানোর অন্তত ১৪ দিন আগে করোনার দুটি ডোজ টিকা নেওয়া সম্পন্ন করতে হবে এবং অবশ্যই একটি কিউআর কোডসহ ভ্যাকসিন সনদ বহন করতে হবে।

এছাড়া, ১০ বছরের বেশি বয়সী যাত্রীদের ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!