লেবাননে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

লেবাননে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ উদযাপন করে বাংলাদেশ দূতাবাস। রোববার রাজধানী বৈরুতে দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি।

দূতাবাসের হলরুমে আয়োজিত দিবসের আলোচনা সভার শুরুতে পবিত্র কোরান তেলওয়াতের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়। এ ছাড়া ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেশ বাণী পড়ে শোনান প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আবদুল্লাহ আল সাফি।

আলোচনায় ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের স্মৃতিচারন ও বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর অসীম সাহস, দূরদর্শী নেতৃত্ব এবং প্রজ্ঞার মাধ্যমে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন বাংলাদেশ। ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ, যা আজও স্বাধীনতাকামী মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে আছে।

Travelion – Mobile

রাষ্ট্রদূত আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনার কারনেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে।

আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!