লকডাউনে ৭ কিমি হেঁটে ডেন্টাল ক্লিনিকে সন্তান প্রসব

সন্তান প্রসবের জন্য একটা হাসপাতাল খুঁজে বেড়াচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা। লকডাউনের রাস্তায় পাগলের মতো ছুটে বেড়িয়েছেন এ দিক-ও দিক। প্রায় ৭ কিমি পথ হেঁটেছেন। অবশেষে একটা দাঁতের ডাক্তারের ক্লিনিক খুঁজে পেয়ে সেখানেই জন্ম দিলেন এক ফুটফুটে পুত্র সন্তানের।

এই সময়ের প্রতিবেদনে বলা হয়, গত ১৪ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে ঘটে এই ঘটনা। ডেন্টিস্ট ডা. রামিয়া এন জানিয়েছেন, ২০ বছরের এক যুবতী ১৪ এপ্রিল সকাল ৯টা নাগাদ তাঁর স্বামীর সঙ্গে বিদ্যারানাপুরার ডেন্টাল ক্লিনিকে যান। সেই সময় ক্লিনিকে ডাক্তার ছিলেন না। তাঁর সহকারী ছিলেন। ডাক্তারের কথায়, ‘এত ঘণ্টা হেঁটে ওই যুবতী বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ক্লিনিকে পৌঁছনোর ৫-১০ মিনিটের মধ্যেই তিনি একটি প্রি-ম্যাচিওর সন্তানের জন্ম দেন।’

ডাক্তার আরও জানিয়েছেন,’সন্তানের জন্ম দিয়েই অজ্ঞান হয়ে পড়েন ওই যুবতী। বাবা ভেবেছিলেন বাচ্চাটা মারা গিয়েছে। ২০ মিনিট একটি কাপড়ে জড়িয়ে রাখে বাচ্চাটিকে। সেই সময় আমি ও আমার স্বামী ডা. হিমানিশ সেখানে পৌঁছই। আমরা দেখি বাচ্চাটা বেঁচে আছে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা আর তার মায়ের চিকিত্‍‌সা শুরু করি। তাদের প্রাথমিক চিকিত্‍‌সার পর মাল্লেস্বরমের কেজি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দিই।’

Travelion – Mobile

ওই যুবতী ও তাঁর স্বামী নিজের পরিচয় জানাতে চাননি। তবে জানা গিয়েছে যে তাঁরা বিহার অথবা ওডিশার পরিযায়ী শ্রমিক। যাঁরা কাজের সূত্রে রয়েছেন বেঙ্গালুরুতে।

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকাে : চিরকুট

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকােজয় আসবে আমাদের, বিশ্বাস বুকে রেখোইউএনডিপির প্রযোজনায় চিরকুটের করোনা সচেতনতা সংগীত

Posted by AkashJatra on Monday, April 6, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!