রাশিয়ার সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করল ভিয়েতনাম

রাশিয়ার সঙ্গে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। ২৫ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে ভিয়েতনামের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

ভিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ভিয়েতনামের বিমান চলাচল সম্পর্কিত পদ্ধতি, প্রয়োজনীয়তা এবং নিয়মাবলি পর্যালোচনা করার জন্য স্থগিতাদেশ আরোপ করা হয়েছে।

Travelion – Mobile

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ভিয়েতনামের মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগ থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বিরোধিতা কিংবা নিন্দা প্রকাশ করেনি দেশটি।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!