যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ল’ সোসাইটির নতুন নেতৃত্ব

সভাপতি মতিউর, সা. সম্পাদক রশিদ

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভােকেট মতিউর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভােকেট আব্দুল ওয়াহিদ পেয়েছেন ৪৪ ভোট।

অন্যদিকে ৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভােকেট আব্দুর রশিদ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভােকেট মো. সাইদুর রহমান পেয়েছেন ৪৭ ভোট।

Travelion – Mobile

২৩ ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মামাজ পার্টি হলে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিিত নির্বাচনে ১৭৫ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোট দেন।

১৭ টি পদের বাকি ১৫ টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৫ জন বিনাপ্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি অ্যাডভােকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল ও অ্যাডভােকেট রুবিনা মান্নান, যুগ্ম সম্পাদক অ্যাডভােকেট সোনিয়া সুলতানা ও অ্যাডভােকেট সাব্বীর আহমদ মাসার, কোষাধ্যক্ষ অ্যাডভােকেট মাহবুর আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভােকেট আতিকুর রহমান সাবু, অফিস সম্পাদক অ্যাডভােকেট কুবরাতুনন্নেছা, প্রচার সম্পাদক অ্যাডভােকেট জয়দীপ আচার্য্য, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভােকেট রেদোয়ানা রাজ্জাক, সমাজকল্যাV সম্পাদক অ্যাডভােকেট তাহমিনা এ সুইটি।

পাঁচজন নির্বাচিত সদস্য হলেন- অ্যাডভােকেট মোহাম্মদ আব্দুস শহীদ আজাদ, অ্যাডভােকেট মো. নুরুল ইসলাম ময়নুল, অ্যাডভােকেট মো. মহি উদ্দিন, অ্যাডভােকেট ফওজিয়া আফরিন ও অ্যাডভােকেট রেশমা ইয়াসমীন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!