যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্দুকযুদ্ধে ছয়জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্দুকযুদ্ধে পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জার্সি সিটিতে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, একটি হত্যা মামলার তদন্ত করছিলেন ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা জোসেফ সিলস। এদিন দুই সন্দেহভাজনের দিকে এগিয়ে যেতেই একজন জোসেফের মাথায় গুলি করে হত্যা করেন ও দু’জনই একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

কিন্তু কিছুদূর গিয়ে বাধার মুখে পড়ে একটি দোকানের মধ্যে আশ্রয় নেন দুই অভিযুক্ত। সেখানে পুলিশের সঙ্গে দীর্ঘসময় বন্দুকযুদ্ধ হয় তাদের। এতে দুই অভিযুক্ত ও তিন সাধারণ মানুষ প্রাণ হারান। এসময় এক পুলিশের হাতে ও আরেকজনের গায়েও গুলি লাগে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

Travelion – Mobile

নগর জননিরাপত্তা পরিচালক জেমস শেয়া বলেন যে, কর্তৃপক্ষ বিশ্বাস করে যে এ রক্তপাত সন্ত্রাসবাদের কোন কাজ নয় তবে এটি এখনও তদন্তাধীন ছিল।

আহত আরও দুই কর্মকর্তা আহত হলেও পরে তাদেরহাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!