বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার জাতীয় শোক দিবস পালন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন করেছে আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখা।

এই উপলক্ষে বিকেলে রাজধানী ভিয়েনার এক রেষ্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অস্ট্রিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রানা বখতিয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সভানেত্রী জান্নাতুল ফরহাদ, সিনিয়র আওয়ামীলীগ নেতা মজনু আজাদ, জনি আলমগীর, সাংস্কৃতিক সম্পাদিকা সানাম হোসেন, হাসান মাহমুদ মিজানসহ প্রবাসী বাংলাদেশিরা।

Travelion – Mobile

এসময় বক্তারা ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং তার পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা-তিনিই বাঙালি জাতিকে এনে দিয়েছেন স্বাধীনতা ও আন্তর্জাতিক স্বীকৃতি।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।

আলোচনা সভা শেষে জাতির জনক এবং তার পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!