মেক্সিকোর গুয়াদালাজারা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ

মেক্সিকোর ‘গুয়াদালাহারা আন্তর্জাতিক বইমেলা’য় ৩৭তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো লাতিন আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বউমেলায় অংশ নিলো বাংলাদেশ।

এবারের আসরের ‘গেস্ট অব অনার’ ইউরোপিয়ান ইউনিয়ন। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া মেলা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত ।

বইমেলায় বাংলাদেশ স্টলে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং জাতি গঠনে তাঁর ভূমিকা, রাজনৈতিক আন্দোলন, আর্থ-সামাজিক অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, সাহিত্য আর সংস্কৃতি সম্বলিত মোট ৬৪ টি বই প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে উল্লেথযোগ্য স্প্যানিশ ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”, “পিপলস’স হিরো, বাংলাদেশের জাতীয় কবির প্রকাশনা “নজরুলের কবিতা” সাহিত্যিক আনিসুল হকের “মা”, “স্প্যানিশ ভাষায় শত কবিতা”।

Travelion – Mobile

বাংলাদেশের স্টলের উদ্বোধন করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেক্সিকোপ্রবাসী বাংলাদেশি লেখক আনিসুজ্জামান, কানাডাপ্রবাসী কবি ও লেখক মৌ মধুমন্তি, যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি শেলী জামান খান, কলম্বিয়ার বিখ্যাত লেখক ও অনুবাদক আন্দ্রেজ মুনোস গুয়াদালাহারায় বাংলাদেশের অনারারী-কনসাল কার্লোস অল্সটেইন,এবং বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানু।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে তুলে ধরার পাশাপাশি লাতিন আমেরিকার সঙ্গে বাংলাদেশের সাহিত্যিক সেতুবন্ধন স্থাপনে ও পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধিতে বইমেলায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির উপরে দূতাবাস প্রকাশিত ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক সচিত্র প্রকাশনাএবং আনিসুজ্জামান অনুদিত ও আন্দ্রেজ মুনোস সম্পাদিত ছোট গল্পের সংকলন “Cuentos a Orillas Del Río Padma” (পদ্মা নদীর গল্প) বইটিরও মোড়ক উন্মোচন র মোড়ক উন্মোচন করা হয়।

আগামীতে এই বইমেলায় বাংলাদেশি প্রকাশকদের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান রাষ্ট্রদূত।

এবারের বইমেলায় ৫০ টি দেশের প্রতিনিধিত্বকারী ২৫০০ প্রকাশক অংশ নিয়েছে। ১২ শতাধিকেরও অধিক স্টলে প্রতিদিন প্রায় ১০ হাজার সাহিত্যানুরাগী দর্শনার্থী পরিদর্শন করছে।

বাংলাদেশের স্টলে দর্শনার্থীরা স্প্যানিশ প্রকাশনা, বিশেষ করে ‘দ্য পিপলস হিরো’, “স্প্যানিশ ভাষায় শত কবিতা” এবং ‘বিউটিফুল বাংলাদেশ’-এর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।

দর্শনার্থীরা বাংলাদেশের হস্তশিল্প যথা ঐতিহ্যবাহী পুতুল এবং গ্রামাঞ্চলের দৈনন্দিন জীবনকে সুস্পষ্টভাবে চিত্রিত করে সূচিকৃত নকশী কাথা ক্রয়ের ইচ্ছাও প্রকাশ করেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!